আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৬০৮
আন্তর্জাতিক নং: ১১৫৯-৯
৩২. যে ব্যক্তির পক্ষে ক্ষতির আশঙ্কা থাকে অথবা কারো হক নষ্ট করার আশঙ্কা থাকে অথবা উভয় ঈদ ও তাকবীরে তাশরীকের দিনগুলোতে রোযা ছাড়ে না, এরূপ ব্যক্তির পক্ষে সারা বছর রোযা পালন করা নিষেধ এবং একদিন রোযা পালন করা ও একদিন রোযা পালন না করার ফযীলত
২৬০৮। আবু কুরায়ব (রাহঃ) ......... হাবীব ইবনে আবু সাবিত (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। এতে আরও আছে, ″এবং তুমি শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়বে।″
بَاب النَّهْيِ عَنْ صَوْمِ الدَّهْرِ لِمَنْ تَضَرَّرَ بِهِ أَوْ فَوَّتَ بِهِ حَقًّا أَوْ لَمْ يُفْطِرْ الْعِيدَيْنِ وَالتَّشْرِيقَ وَبَيَانِ تَفْضِيلِ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمٍ
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ " وَنَفِهَتِ النَّفْسُ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদিসের ব্যাখ্যার জন্য পূর্বোক্ত হাদিস দেখুন।
