আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৪- রোযার অধ্যায়

হাদীস নং: ২৫৮৮
আন্তর্জাতিক নং: ১১৫৬-১
- রোযার অধ্যায়
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৮৮। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে শাকীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ) এর কাছে জিজ্ঞাসা করলাম নবী (ﷺ) রমযান ব্যতীত অন্য কোন সময়ে পূর্ণ মাস রোযা পালন করেছেন কি? তিনি বললেনঃ আল্লাহর কসম! রমযান ব্যতীত অন্য সময়ে তিনি পূর্ণ মাস রোযা পালন করেননি, পরিশেষে এভাবেই তিনি ইন্‌তিকাল করেছেন। আবার কিছু রোযা পালন ব্যতীত তিনি পূর্ণ মাস রোযা ভঙ্গও করেননি।
كتاب الصيام
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، بْنِ شَقِيقٍ قَالَ قُلْتُ لِعَائِشَةَ رضى الله عنها هَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ قَالَتْ وَاللَّهِ إِنْ صَامَ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ حَتَّى مَضَى لِوَجْهِهِ وَلاَ أَفْطَرَهُ حَتَّى يُصِيبَ مِنْهُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)