আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০১৮
৬৪৫. বলা হয়েছে, জুমআর দিন বৃষ্টির জন্য দুআ করার সময় নবী করীম (ﷺ) তাঁর চাদর উল্টাননি।
৯৬৩। হাসান ইবনে বিশর (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে সম্পদ বিনষ্ট হওয়ার এবং পরিবার পরিজনের দুঃখ-কষ্টের অভিযোগ করে। তখন তিনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দুআ করলেন। বর্ণনাকারী একথা বলেননি যে, তিনি (ﷺ) তাঁর চাদর উল্টিয়ে ছিলেন এবং এও বলেন নি, তিনি কিবলামুখী হয়েছিলেন।
