আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫৮০
আন্তর্জাতিক নং: ১১৫১-৭
২৭. রোযার ফযীলত
২৫৮০। ইসহাক ইবনে উমর ইবনে সুলায়ত হুযালী (রাহঃ) ......... সিনানের পিতা যিবার ইবনে মুররা (রাহঃ) এর সূত্রে এ সনদে অনুরূপ হাদীস বর্ণিত আছে। তবে এ হাদীসে আছে, ″যখন সে আল্লাহর সাথে সাক্ষাত করবে, তখন আল্লাহ তাকে প্রতিদান দিবেন; এতে সে আনন্দিত হবে।″
باب فَضْلِ الصِّيَامِ
وَحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ الْهُذَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - حَدَّثَنَا ضِرَارُ بْنُ مُرَّةَ، - وَهُوَ أَبُو سِنَانٍ - بِهَذَا الإِسْنَادِ قَالَ وَقَالَ " إِذَا لَقِيَ اللَّهَ فَجَزَاهُ فَرِحَ " .
হাদীসের ব্যাখ্যা:
২৫৭৯ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
