আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০১৬
৬৪৩. বৃষ্টির দুআর জন্য জুমআর নামাযকে যথেষ্ঠ মনে করা।
৯৬১। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এক ব্যক্তি এসে বলল, গৃহপালিত পশুগুলো মারা যাচ্ছে এবং রাস্তাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। তখন তিনি দুআ করলেন। ফলে সে জুম’আ থেকে পরবর্তী জুম’আ পর্যন্ত আমাদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকলো। তারপর সে ব্যক্তি আবার এসে বলল, (অতি বৃষ্টির কারণে) ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তা অচল হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মারা যাচ্ছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বললেনঃ হে আল্লাহ! টিলা, মালভূমি, উপত্যকা এবং বনাঞ্চলে বর্ষণ করুন। তখন মদীনা থেকে মেঘ এমনভাবে কেটে গেল, যেমন কাপড় ফেড়ে ফাঁক হয়ে যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন