আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫২৯
আন্তর্জাতিক নং: ১১৩০-৩
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫২৯। ইবনে আবু উমর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় এসে ইয়াহুদীদেরকে আশুরার দিন রোযা পালনরত দেখতে পেলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কোন দিনের রোযা পালন করছ? তারা বলল, এ মহান দিনে আল্লাহ তাআলা মুসা (আলাইহিস সালাম) ও তাঁর সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফির’আউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। মুসা (আলাইহিস সালাম) কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে এ দিনে রোযা পালন করেছেন। তাই আমরাও এ দিনে রোযা পালন করছি।
রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমরা তো তোমাদের থেকে মুসা (আলাইহিস সালাম) এর অধিক নিকটবর্তী এবং হকদার। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) রোযা পালন করলেন এবং রোযা পালন করার জন্য সকলকে নির্দেশ দিলেন।
রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমরা তো তোমাদের থেকে মুসা (আলাইহিস সালাম) এর অধিক নিকটবর্তী এবং হকদার। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) রোযা পালন করলেন এবং রোযা পালন করার জন্য সকলকে নির্দেশ দিলেন।
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
وَحَدَّثَنِي ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ " . فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ " . فَصَامَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَ بِصِيَامِهِ .
