আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫২৪
আন্তর্জাতিক নং: ১১২৯-১
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫২৪। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইউনুস (রাহঃ) ইবনে শিহাব (রাহঃ) থেকে এবং তিনি হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) কে মদীনায় ভাষণ দিতে শুনলেন, অর্থাৎ যখন মদীনায় এসেছিলেন, তখন আশূরার দিবসে তিনি তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, হে মদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এদিন সম্পর্কে বলতে শুনেছি যে, এ হল আশূরা দিবস। তোমাদের উপর এদিনের রোযা ফরয করেন নি। তবে আমি রোযা পালন করছি। তাই তোমাদের মধ্যে যে রোযা পালন করতে পছন্দ করে, সে পালন করবে আর যে পছন্দ করেনি, সে করবে না।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، خَطِيبًا بِالْمَدِينَةِ - يَعْنِي فِي قَدْمَةٍ قَدِمَهَا - خَطَبَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِهَذَا الْيَوْمِ " هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَمَنْ أَحَبَّ أَنْ يُفْطِرَ فَلْيُفْطِرْ " .