আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫১৬
আন্তর্জাতিক নং: ১১২৬-৪
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫১৬। আবু কুরায়ব (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আশূরার দিন সম্পর্কে রাসূলুল্লাহ(ﷺ) কে এ কথা বলতে শুনেছেন যে, জাহিলী যুগে লোকেরা এ দিনে রোযা পালন করত। যদি কেউ এ দিনে রোযা পালন করতে চায়, সে এ দিনে রোযা পালন করবে। আর কেউ যদি এ দিনে রোযা পালন না করতে চায়, সে রোযা পালন করবে না। আব্দুল্লাহ (রাযিঃ) তাঁর অভ্যস্ত দিনে না হলে আশূরার রোযা পালন করতেন না।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ، - يَعْنِي ابْنَ كَثِيرٍ - حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، - رضى الله عنهما - حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي يَوْمِ عَاشُورَاءَ " إِنَّ هَذَا يَوْمٌ كَانَ يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ أَحَبَّ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ " . وَكَانَ عَبْدُ اللَّهِ - رضى الله عنه - لاَ يَصُومُهُ إِلاَّ أَنْ يُوَافِقَ صِيَامَهُ .