আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৪- রোযার অধ্যায়

হাদীস নং: ২৫০৮
আন্তর্জাতিক নং: ১১২৫-১
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫০৮। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরাইশরা জাহিলী যুগে আশূরার দিন রোযা পালন করত। রাসুল্ললাহ (ﷺ)ও এ দিন রোযা পালন করতেন। যখন তিনি মদীনায় হিজরত করলেন, তখনও তিনি আশূরার রোযা পালন করেছেন এবং লোকদেরকে তা পালন করার নির্দেশ দিয়েছেন। এরপর যখন রমযানের রোযাকে ফরয করা হল, তখন যার ইচ্ছা সে আশূরা রোযা পালন করত আর যার ইচ্ছা সে তা ছেড়ে দিত।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَتْ قُرَيْشٌ تَصُومُ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ فَلَمَّا هَاجَرَ إِلَى الْمَدِينَةِ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ شَهْرُ رَمَضَانَ قَالَ " مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)