আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়
হাদীস নং: ৯৫৫
আন্তর্জাতিক নং: ১০১০
৬৩৭. অনাবৃষ্টির সময় লোকদের ইমামের নিকট বৃষ্টির জন্য দুআর আবেদন।
৯৫৫। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) অনাবৃষ্টির সময় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) এর উসীলা দিয়ে বৃষ্টির জন্য দুআ করতেন এবং বলতেন, হে আল্লাহ! (প্রথমে) আমরা আমাদের নবী (ﷺ) এর উসীলা দিয়ে দু'আ করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন। এখন আমরা আমাদের নবী করীম (ﷺ) এর চাচার উসীলা* দিয়ে দুআ করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। বর্ণনাকারী বলেন, দুআর সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হতো।
*আলোচ্য সহীহ হাদীস দ্বারা কত সুস্পষ্টভাবে নবী, সাহাবী, এঁদের অবর্তমানে ওলীগণ, নেককার মুসলমানদের উসীলা গ্রহণ করে দু'আ ইত্যাদি প্রমাণিত। অথচ এক শ্রেণির চরমপন্থীরা এটাকে শিরক বলে প্রচার করে থাকে।
*আলোচ্য সহীহ হাদীস দ্বারা কত সুস্পষ্টভাবে নবী, সাহাবী, এঁদের অবর্তমানে ওলীগণ, নেককার মুসলমানদের উসীলা গ্রহণ করে দু'আ ইত্যাদি প্রমাণিত। অথচ এক শ্রেণির চরমপন্থীরা এটাকে শিরক বলে প্রচার করে থাকে।
باب سُؤَالِ النَّاسِ الإِمَامَ الاِسْتِسْقَاءَ إِذَا قَحَطُوا
1010 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ المُثَنَّى، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالعَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ: «اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا» ، قَالَ: فَيُسْقَوْنَ
