আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৩- বিতর নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৭
আন্তর্জাতিক নং: ১০০১
৬৩৪. রুকুর আগে ও পরে কুনূত পাঠ করা।
৯৪৭। মুসাদ্দাদ (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ফজরের নামাযে নবী (ﷺ) কুনূত পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তাকে জিজ্ঞাসা করা হল তিনি কি রুকূর আগে কুনূত পড়েছেন? তিনি বললেন, কিছুদিন রুকূর পরে পড়েছেন।
باب الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ
1001 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ: أَقَنَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّبْحِ؟ قَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ؟ قَالَ: «بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا»

হাদীসের ব্যাখ্যা:

প্রাগুক্ত
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)