আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৪- রোযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৮৯
৭. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী- ঈদের দু’ মাস হ্রাস পায় না
২৪০৩। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। আল্লাহর নবী (ﷺ) বলেছেন, ঈদের মাস দুটি হ্রাস পায় না। খালিদের হাদীসের মধ্যে আছে, ঈদের মাস দুটো হল, রমযান ও যুলহিজ্জাহ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন