আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৩- যাকাতের অধ্যায়
হাদীস নং: ২২০৩
আন্তর্জাতিক নং: ১০০৭-২
- যাকাতের অধ্যায়
১১. প্রত্যেক কল্যাণকর কাজই সাদ্কা
২২০৩। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিমী (রাহঃ) ......... যায়দ সূত্রে এই সনদে অনুরূপ বর্ণিত। তবে ″সৎকাজের আদেশ দেবে″ কথাটি ব্যতীত। অন্য সূত্রে তিনি বলেন, ″সে দিন যে সন্ধ্যা করবে।″
كتاب الزكاة
باب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ مِنَ الْمَعْرُوفِ
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنِي مُعَاوِيَةُ، أَخْبَرَنِي أَخِي، زَيْدٌ بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ " أَوْ أَمَرَ بِمَعْرُوفٍ " . وَقَالَ " فَإِنَّهُ يُمْسِي يَوْمَئِذٍ " .