আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১৩৪
আন্তর্জাতিক নং: ৯৭৮
৩০. আত্মহত্যাকারীর জানাযা না পড়া
২১৩৪। আউন ইবনে সাল্লাম আল-কুফী (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এক ব্যক্তির জানাযা আনা হল, যে তীর দ্বারা আত্মহত্যা করেছে, তিনি তার জানাযা পড়েন নি।
باب تَرْكِ الصَّلاَةِ عَلَى الْقَاتِلِ نَفْسَهُ
حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلاَّمٍ الْكُوفِيُّ، أَخْبَرَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ .
