২১২৩। হাসান ইবনে রাবী বাজালী (রাহঃ) ......... আবু মারসাদ আল গানাভী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি তোমরা কবরকে সামনে করে নামায আদায় করো না এবং কবরের উপর বসো না।
باب النَّهْىِ عَنِ الْجُلُوسِ، عَلَى الْقَبْرِ وَالصَّلاَةِ عَلَيْهِ