২১১৩। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, আবু বকর ইবনে আবি শাঈবা ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কবরে লাল একটি চাঁদর দেয়া হয়েছিল।
ইমাম মুসলিম (রাহঃ) বলেন, রাবী আবু জামরার নাম নসর ইবনে ইমরান। আর রাবী আবু তায়্যাহ এর নাম হল ইয়াযিদ ইবনে হুমায়দ। তাঁরা দু-জন সারাখস এ মারা যান।