আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১০৭
আন্তর্জাতিক নং: ৯৬৪-১
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
২১. জানাযার নামাযে ইমাম মায়্যিতের কোন বরাবর দাঁড়াবে
২১০৭। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামীমী (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর ইমামতিতে (জানাযার) নামায আদায় করেছি। উম্মে কাব (রাযিঃ) নিফাস অবস্থায় ইন্তিকাল করেছিলেন। তার জানাযার নামায রাসূলুল্লাহ (ﷺ) আদায় করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তার জানাযার নামায আদায়ের সময় তার সিনা বরাবর না দাঁড়িয়ে মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন।
كتاب الجنائز
باب أَيْنَ يَقُومُ الإِمَامُ مِنَ الْمَيِّتِ لِلصَّلاَةِ عَلَيْهِ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ حُسَيْنِ بْنِ، ذَكْوَانَ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَصَلَّى عَلَى أُمِّ كَعْبٍ مَاتَتْ وَهِيَ نُفَسَاءُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلصَّلاَةِ عَلَيْهَا وَسَطَهَا .