আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২০৯৯
আন্তর্জাতিক নং: ৯৬২-২
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২০৯৯। মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) ......... মাসউদ ইবনে হাকাম আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি আলী ইবনে আবু তালিব (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) পূর্বে দাঁড়াতেন কিন্তু পরে তিনি বসতেন।
নাফি ইবনে জুবাইর (রাহঃ) ওয়াকিদ ইবনে আমর (রাহঃ) কে জানাযা মাটিতে না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে হাদীসটি বর্ণনা করেছেন।
নাফি ইবনে জুবাইর (রাহঃ) ওয়াকিদ ইবনে আমর (রাহঃ) কে জানাযা মাটিতে না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে হাদীসটি বর্ণনা করেছেন।
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ الثَّقَفِيِّ، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، - قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي وَاقِدُ، بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الأَنْصَارِيُّ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَخْبَرَهُ أَنَّ مَسْعُودَ بْنَ الْحَكَمِ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ فِي شَأْنِ الْجَنَائِزِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ ثُمَّ قَعَدَ . وَإِنَّمَا حَدَّثَ بِذَلِكَ لأَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ رَأَى وَاقِدَ بْنَ عَمْرٍو قَامَ حَتَّى وُضِعَتِ الْجَنَازَةُ .
