আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১২- দুই ঈদের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৬২
৬০৯. ঈদের নামাযের পর খুতবা।
৯১১। আবু আসিম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর, উমর, এবং উসমান (রাযিঃ) এর সঙ্গে নামাযে হাযির ছিলাম। তারা সবাই খুতবার আগে নামায আদায় করতেন।
