আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২০৪৭
আন্তর্জাতিক নং: ৯৩৯-৯
১০. মৃত ব্যক্তির গোসল প্রসঙ্গ
২০৪৭। ইয়াহয়া ইবনে আইয়ুব, আবু বকর আবি শাঈবা ও আমরুন নাকিদ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মেয়েকে গোসল দেয়ার ব্যাপারে তাদেরকে বলেছিলেন যে, তোমরা তাঁর ডান দিক থেকে এবং ওযুর অঙ্গগুলো থেকে আরম্ভ কর।
باب فِي غَسْلِ الْمَيِّتِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كُلُّهُمْ عَنِ ابْنِ عُلَيَّةَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، - عَنْ خَالِدٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُنَّ فِي غَسْلِ ابْنَتِهِ " ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا " .
হাদীসের ব্যাখ্যা:
হযরত উম্মু আতিয়্যাহ রাযি. জানান যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত যায়নাব রাযি.-এর ইন্তিকাল হলে তিনি তাঁর গোসল দেওয়ার কাজ করেছিলেন। কোনও কোনও বর্ণনায় যায়নাব রাযি.-এর পরিবর্তে হযরত উম্মু কুলছুম রাযি.-এর নাম বলা হয়েছে। এ কাজে হযরত উম্মু আতিয়্যাহ রাযি.-এর সঙ্গে আরও কয়েকজন মহিলা শরীক ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকুম দিয়েছিলেন যেন গোসল দেওয়ানোর কাজ মায়্যিতের ডানদিক থেকে শুরু করা হয় এবং প্রথমে ওযুর অঙ্গগুলো ধোওয়ানো হয়। এছাড়া মায়্যিতের গোসলের পানিতে বরইপাতা ব্যবহার করা, গোসলে মায়্যিতের শরীর তিনবার থেকে সাতবার পর্যন্ত ধোওয়ার কথাও তাঁর থেকে বর্ণিত আছে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মায়্যিতকে গোসল দেওয়ানোর কাজটিও ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযুর অঙ্গসমূহ অন্যান্য অঙ্গের তুলনায় বিশেষ মর্যাদা রাখে, যে কারণে গোসলে এ অঙ্গগুলো আগে ধুইতে বলা হয়েছে। এটাও সুন্নত।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মায়্যিতকে গোসল দেওয়ানোর কাজটিও ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযুর অঙ্গসমূহ অন্যান্য অঙ্গের তুলনায় বিশেষ মর্যাদা রাখে, যে কারণে গোসলে এ অঙ্গগুলো আগে ধুইতে বলা হয়েছে। এটাও সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)


বর্ণনাকারী: