আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১২- দুই ঈদের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৫২
৬০৪. মুসলমানগণের প্রতি উভয় ঈদের রীতিনীতি।
৯০৪। উবাইদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদিন আমার ঘরে) আবু বকর (রাযিঃ) এলেন তখন আমার নিকট আনসার দু’টি মেয়ে বুআস যুদ্ধের দিন আনসারীগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল। তিনি বলেন, তারা কোন পেশাগত গায়িকা ছিল না। আবু বকর (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ঘরে শয়তানী বাদ্যযন্ত্র! আর এটি ছিল ঈদের দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আবু বকর! প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে, আর এ হলো আমাদের আনন্দ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন