আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১১- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
হাদীস নং: ১৯৬৭
আন্তর্জাতিক নং: ৯০২
- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
১৯৬৭। ইমাম যুহুরি (রাহঃ) বলেন, কাসীর ইবনে আব্বাস (রাহঃ) ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে আমার কাছে বর্ণনা করেছেন, নবী (ﷺ) দু’ রাক’আত নামাযে চারটি রুকু ও চার সিজদা করেছেন।
হাজিব ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... কাসীর ইবনে আব্বাস (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে আব্বাস (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর দিনের নামায সম্পর্কে বর্ণনা করতেন, যেদিন সূর্য গ্রহণ হয়েছিল। উরওয়া (রাহঃ) কর্তৃক আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসের অনুরূপ।
হাজিব ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... কাসীর ইবনে আব্বাস (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে আব্বাস (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর দিনের নামায সম্পর্কে বর্ণনা করতেন, যেদিন সূর্য গ্রহণ হয়েছিল। উরওয়া (রাহঃ) কর্তৃক আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসের অনুরূপ।
كتاب الكسوف
وَحَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ كَثِيرُ بْنُ عَبَّاسٍ يُحَدِّثُ أَنَّ ابْنَ عَبَّاسٍ، كَانَ يُحَدِّثُ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ كَسَفَتِ الشَّمْسُ بِمِثْلِ مَا حَدَّثَ عُرْوَةُ عَنْ عَائِشَةَ .