১৯৫৫। হারূন ইবনে সাঈদ আয়লী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেন, জনৈক গ্রাম্য ব্যক্তি জুমআর দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আসল, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে ছিলেন। এরপর রাবী অনুরূপভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি আরো অতিরিক্ত বর্ণনা করেছেন। আমি মেঘমালাকে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখতে পেলাম, যেন তা ভাজ করে উঠিয়ে নেয়া লেপ।