আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৯- দুই ঈদের নামায
হাদীস নং: ১৯২৩
আন্তর্জাতিক নং: ৮৮৬ - ২
শিরোনামবিহীন পরিচ্ছেদ
১৯২৩। মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... আতা (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে যুবাইরের (রাযিঃ) এর যখন প্রথম বায়আত অনুষ্ঠিত হল, তখন ইবনে আব্বাস (রাযিঃ) তার নিকট সংবাদ পাঠালেন যে, তিনি ঈদুল ফিতরের নামাযের জন্য আযান দেওয়া হত না। অতএব তুমিও আযান দিও না। রাবী বলেন, ইবনে যুবাইর (রাযিঃ) ঐ দিন ঈদুল ফিতরের নামাযে আযান দেননি তিনি আরও বলে পাঠান যে, খুতবা নামাযের পর। পূর্বে এভাবেই করা হত। রাবী বলেন, ইবনে যুবাইর (রাযিঃ) খুতবা দেয়ার পূর্বেই নামায আদায় করে নিলেন।
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ أَوَّلَ مَا بُويِعَ لَهُ أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ فَلاَ تُؤَذِّنْ لَهَا - قَالَ - فَلَمْ يُؤَذِّنْ لَهَا ابْنُ الزُّبَيْرِ يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ - قَالَ - فَصَلَّى ابْنُ الزُّبَيْرِ قَبْلَ الْخُطْبَةِ .
