আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৮- জুমআ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৯০৩
আন্তর্জাতিক নং: ৮৭৮ - ৩
১০. জুমআর নামাযে যা পড়া হবে
১৯০৩। আমরুন নাকিদ (রাহঃ) ......... উবাইাদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যাহহাক ইবনে কায়স (রাহঃ) নু’মান ইবনে বাশীর (রাযিঃ) এর নিকট পত্র মারফত জানতে চইলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জুমআর দিনে সূরা জুমআ ব্যতীত অন্য কোন সূরা পাঠ করতেন? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ (ﷺ),هَلْ أَتَاكَ পাঠ করতেন।
باب مَا يُقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ، اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَتَبَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ إِلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَسْأَلُهُ أَىَّ شَىْءٍ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ سِوَى سُورَةِ الْجُمُعَةِ فَقَالَ كَانَ يَقْرَأُ ( هَلْ أَتَاكَ)
হাদীসের ব্যাখ্যা:
১৯০১ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
