আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৮- জুমআ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৮৮৪
আন্তর্জাতিক নং: ৮৭১
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৮. নামায ও খুতবা সংক্ষিপ্তকরণ
১৮৮৪। কুতায়বা ইবনে সাঈদ, আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসহাক হানযালী (রাহঃ) ......... সাফওয়ান ইবনে ইয়ালা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) কে মিম্বরে উপর থেকে পড়তে শুনেছেন ″তারা চিৎকার করে বলবে, হে মালিক″ (সূরা যুখরূফঃ ৭৭)
كتاب الجمعة
باب تَخْفِيفِ الصَّلاَةِ وَالْخُطْبَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَاقُ الْحَنْظَلِيُّ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا سُفْيَانُ، - عَنْ عَمْرٍو، سَمِعَ عَطَاءً، يُخْبِرُ عَنْ صَفْوَانَ بْنِ، يَعْلَى عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ ( وَنَادَوْا يَا مَالِكُ)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)