আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৮- জুমআ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮৭১
আন্তর্জাতিক নং: ৮৬৩ - ২
৬. নামাযের আগে দু’টি খুতবা এবং তার মাঝখানে বৈঠক
১৮৭১। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... হুসাইন (রাহঃ) থেকে উপরোক্ত সনদে বর্ণিত। রাযী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিতেন। কিন্তু তিনি 'দাড়িয়ে' শব্দটি বলেননি।
باب ذِكْرِ الْخُطْبَتَيْنِ قَبْلَ الصَّلاَةِ وَمَا فِيهِمَا مِنَ الْجَلْسَةِ
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، بِهَذَا الإِسْنَادِ قَالَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ . وَلَمْ يَقُلْ قَائِمًا .
