আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৮- জুমআ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮৪১
আন্তর্জাতিক নং: ৮৫১-৪
- জুমআ সংক্রান্ত অধ্যায়
২. জুমআর দিন খুতবার সময় নীরব থাকা প্রসঙ্গ
১৮৪১। ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, জুমআর দিন ইমাম খুতবা দেওয়ার সময় তুমি যদি তোমার সাথীকে বল ’চুপ থাক’ তাহলে তুমি অনর্থক কথা বললে। আবু যিনাদ (রাহঃ) বলেন,لَغِيتَ শব্দটি আবু হুরায়রা (রাযিঃ) এর গোত্রের ভাযা। প্রকৃতপক্ষে তা হবেلَغَوْتَ।
كتاب الجمعة
باب فِي الإِنْصَاتِ يَوْمَ الْجُمُعَةِ فِي الْخُطْبَةِ
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قُلْتَ لِصَاحِبِكَ أَنْصِتْ . يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغِيتَ " . قَالَ أَبُو الزِّنَادِ هِيَ لُغَةُ أَبِي هُرَيْرَةَ وَإِنَّمَا هُوَ فَقَدْ لَغَوْتَ .