আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৮- জুমআ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮২৯
আন্তর্জাতিক নং: ৮৪৫-২
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৮২৯। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জুমআর দিনে উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) লোকদের সামনে খুতবা প্রদান করছিলেন, তখন উসমান ইবনে আফফান (রাযিঃ) মসজিদে প্রবেশ করলেন। উমর (রাযিঃ) তার প্রতি ইঙ্গিত করে বললেনঃ ঐ সমস্ত লোকের কি অবস্থা, যারা আযান হয়ে যাওয়ার পর মসজিদে আগমনে বিলম্ব করে। উসমান (রাযিঃ) বললেন, হে আমীরুল মু'মিনীন! আযান শোনার পর আমি উযুর অতিরিক্ত আর কিছু করি নি। অতঃপর এসে গিয়েছি। উমর (রাযিঃ) বলেলেন, আপনি কেবল ওযুই করেছেন। আপনারা কি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেন নি? তিনি বলেছেন, তোমাদের কেউ জুমআর জন্য আগমন করলে অবশ্য গোসল করে নিবে।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَعَرَّضَ بِهِ عُمَرُ فَقَالَ مَا بَالُ رِجَالٍ يَتَأَخَّرُونَ بَعْدَ النِّدَاءِ . فَقَالَ عُثْمَانُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا زِدْتُ حِينَ سَمِعْتُ النِّدَاءَ أَنْ تَوَضَّأْتُ ثُمَّ أَقْبَلْتُ . فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ " .
