আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল

হাদীস নং: ১৮১১
আন্তর্জাতিক নং: ৮৩৬
১৮. মাগরিবের (ফরয) নামাযের পূর্বক্ষণে দু’ রাক’আত পড়া মুস্তাহাব
১৮১১। আবু বকর ইবনে আবু শায়রা ও আবু কুরায়ব (রাহঃ) ......... মুখতার ইবনে ফুলফুল (রাহঃ) বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে আসরের পর নফল নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, উমর (রাযিঃ) আসরের পর নফল নামায পড়ার কারণে মানুষের হাতে আঘাত করতেন। আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে সূর্যাস্তের পর মাগরিবের নামাযের পূর্বক্ষণ দু’রাকআত পড়তাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি এ দু-রাকআত পড়তেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে পড়তে দেখেছেন কিন্তু তিনি আমাদেরকে এ সম্পর্কে আদেশ-নিষেধ কিছুই করেননি।
باب اسْتِحْبَابِ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنِ ابْنِ فُضَيْلٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، - عَنْ مُخْتَارِ بْنِ فُلْفُلٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ التَّطَوُّعِ، بَعْدَ الْعَصْرِ فَقَالَ كَانَ عُمَرُ يَضْرِبُ الأَيْدِي عَلَى صَلاَةٍ بَعْدَ الْعَصْرِ وَكُنَّا نُصَلِّي عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ . فَقُلْتُ لَهُ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَّهُمَا قَالَ كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا . فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)