আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল

হাদীস নং: ১৮০০
আন্তর্জাতিক নং: ৮৩০-১
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
১৭. যে সকল ওয়াক্তে নামায আদায় করা নিষেধ
১৮০০। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু বাসরা আল গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে মুখাম্মাস নামক স্থানে আসরের নামায আদায় করলেন এবং বললেন, এ নামায তোমাদের পূর্ববর্তী উম্মতদের কাছে পেশ করা হয়েছিল। কিন্তু তারা এ নামাযকে বিনষ্ট করল। অতএব যে ব্যক্তি এ নামাযের ব্যাপারে যত্নবান হবে তাকে দ্বিগুণ সওয়ার দেয়া হবে। এ নামাযের পর অন্য কোন নামায নেই 'শাহিদ’ উদয় না হওয়া পর্যন্ত। (শাহিদ হল তারকা)
كتاب / باب فضائل القران وما يتعلق به
باب الأَوْقَاتِ الَّتِي نُهِيَ عَنِ الصَّلاَةِ، فِيهَا .
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ خَيْرِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنِ ابْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ، عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ بِالْمُخَمَّصِ فَقَالَ " إِنَّ هَذِهِ الصَّلاَةَ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا فَمَنْ حَافَظَ عَلَيْهَا كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ وَلاَ صَلاَةَ بَعْدَهَا حَتَّى يَطْلُعَ الشَّاهِدُ " . وَالشَّاهِدُ النَّجْمُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)