আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
হাদীস নং: ১৭৯২
আন্তর্জাতিক নং: ৮২৪-৪
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
১৬. কিরা’আত সম্পর্কিত বিষয়াবলী
১৭৯২। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... আলকামা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি সিরিয়ায় গমন করলাম এবং আবু দারদা (রাযিঃ) এর সাথে আমার সাক্ষাত ঘটল। পরবর্তী অংশ ইবনে উলায়্যার হাদীসের অনুরূপ।
كتاب / باب فضائل القران وما يتعلق به
باب مَا يَتَعَلَّقُ بِالْقِرَاءَاتِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ عَلْقَمَةَ، قَالَ أَتَيْتُ الشَّامَ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ .
বর্ণনাকারী: