আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৭- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
হাদীস নং: ১৭৩৪
আন্তর্জাতিক নং: ৭৯৭-২
- কুরআনে কারীমের ফাযায়েল ও আদাব-মাসাঈল
৪. হাফিযুল কুরআনের মর্যাদা
১৭৩৪। হাদ্দাব ইবনে খালিদ এবং মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) হাতে উল্লিখিত সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে (হাদ্দাব সনদের) হাম্মাম (রাহঃ) এর হাদীসে ’মুনাফিক’ শব্দের বদলে ‘ফাজির’ (পাপি) শব্দ রয়েছে।
كتاب / باب فضائل القران وما يتعلق به
باب فَضِيلَةِ حَافِظِ الْقُرْآنِ
وَحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، بْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةَ، كِلاَهُمَا عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ هَمَّامٍ بَدَلَ الْمُنَافِقِ الْفَاجِرِ .
বর্ণনাকারী: