আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯২৫
৫৮৩. খুতবায় আল্লাহর প্রশংসার পর আমমা বা’দু বলা।
৮৭৮ আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুমাইদ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, এক সন্ধ্যায় নামাযের পর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন এবং তাওহীদের সাক্ষ্য বাণী পাঠ করলেন। আর যথাযথভাবে আল্লাহর প্রশংসা করলেন। এরপর বললেন, আম্মা বা’দ।
আবু মুআবিয়া ও আদনী রাহঃ সূত্রেও আবু হুমাইদ সাঈদী (রাযিঃ) থেকে আম্মা বা’দ অনুরূপ বর্ণিত হয়েছে।
আবু মুআবিয়া ও আদনী রাহঃ সূত্রেও আবু হুমাইদ সাঈদী (রাযিঃ) থেকে আম্মা বা’দ অনুরূপ বর্ণিত হয়েছে।


বর্ণনাকারী: