আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৬৭৫
আন্তর্জাতিক নং: ৭৬৩-১৫
- মুসাফিরের নামায - কসর নামায
২০. রাতের বেলা নবী (ﷺ) এর নামায ও দুআ
১৬৭৫। ইবনে নুমাইর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালা মায়মুনা (রাযিঃ) এর কাছে আমি রাত যাপন করলাম...... (পরবতীঁ অংশ) ইবনে জুরায়জ (রাহঃ) এবং কায়স ইবনে সা’দ (রাহঃ) এর হাদীসের অনুরূপ।
كتاب صلاة المسافرين وقصرها
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ . نَحْوَ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَقَيْسِ بْنِ سَعْدٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)