আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৬৬৩
আন্তর্জাতিক নং: ৭৬৩-৩
- মুসাফিরের নামায - কসর নামায
২০. রাতের বেলা নবী (ﷺ) এর নামায ও দুআ
১৬৬৩। মুহাম্মাদ ইবনে সালামা মুরাদী (রাহঃ) উক্ত সনদে ......... মাখরামা ইবনে সুলাইমান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন, এতে তিনি অতিরিক্ত বলেছেন, তিনি পানির মশক ঝুলিয়ে রাখার খুঁটির কাছে গেলেন এবং মিসওয়াক করলেন ও উযু করলেন এবং পূর্ণাঙ্গ উযু করলেন। তবে পানি পরিমাণে কমই ঢাললেন। তারপর আমাকে নাড়া দিলে আমি উঠে পড়লাম। হাদীসে বাকী অংশ মালিক (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ।
كتاب صلاة المسافرين وقصرها
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ الْفِهْرِيِّ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ ثُمَّ عَمَدَ إِلَى شَجْبٍ مِنْ مَاءٍ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ وَأَسْبَغَ الْوُضُوءَ وَلَمْ يُهْرِقْ مِنَ الْمَاءِ إِلاَّ قَلِيلاً ثُمَّ حَرَّكَنِي فَقُمْتُ . وَسَائِرُ الْحَدِيثِ نَحْوُ حَدِيثِ مَالِكٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১৬৬৩ | মুসলিম বাংলা