আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৫৬৬
আন্তর্জাতিক নং: ৭২৭-৩
- মুসাফিরের নামায - কসর নামায
১৪. ফজরের দু রাক’আত সুন্নত মুস্তাহাব, তা আদায়ে উৎসাহ দান, তা সংক্ষেপে আদায় করা, সর্বদা আদায় করা এবং এতে যে সূরা পড়া মুস্তাহাব
১৫৬৬। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... উসমান ইবনে হাকীম (রাহঃ) সূত্রে উক্ত সনদে মারওয়ান ফাজারী (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب اسْتِحْبَابِ رَكْعَتَيْ سُنَّةِ الْفَجْرِ وَالْحَثِّ عَلَيْهِمَا وَتَخْفِيفِهِمَا وَالْمُحَافَظَةِ عَلَيْهِمَا وَبَيَانِ مَا يُسْتَحَبُّ أَنْ يُقْرَأَ فِيهِمَا
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، فِي هَذَا الإِسْنَادِ . بِمِثْلِ حَدِيثِ مَرْوَانَ الْفَزَارِيِّ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)