আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং: ৮৫৮
আন্তর্জাতিক নং: ৯০৪
৫৭০. সূর্য হেলে গেলে জুমআর ওয়াক্ত হয়।
৮৫৮। সুরাইজ ইবনে নু’মান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জুম’আর নামায আদায় করতেন, যখন সূর্য হেলে যেত।
باب وَقْتُ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ
904 - حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. শীতের দিনে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই জুমআর নামায আদায় করতেন। আর গরমের দিনে আরো একটু পরে গিয়ে সূর্যের তাপ কমে গেলে আদায় করতেন। অর্থাৎ যোহরের ও জুমআর ওয়াক্ত একই ওয়াক্ত। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১৪৭)
