আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৪৯৬
আন্তর্জাতিক নং: ৭০৩-৩
৫. সফরে দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করার বৈধতা
১৪৯৬। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া (রাহঃ), কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ), আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ও আমর ইবনে নাকীদ (রাহঃ) ......... সালিমের পিতা [ইবনে উমর] থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) দেখেছি, যখন তাঁর সফরে তাড়াহুড়া থাকত, তখন তিনি মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন।
باب جَوَازِ الْجَمْعِ بَيْنَ الصَّلاَتَيْنِ فِي السَّفَرِ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ، - عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ .

হাদীসের ব্যাখ্যা:

১৪৯৪ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১৪৯৬ | মুসলিম বাংলা