আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৬- মুসাফিরের নামায - কসর নামায
হাদীস নং: ১৪৮৬
আন্তর্জাতিক নং: ৭০০-৪
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৬। আবু কুরায়ব (রাহঃ) বলেন, আমাদের কাছে বর্ণনা করেছেনইবনে মুবারক ও ইবনে আবু যায়দা (রাহঃ) ইবনে নুমাইর (রাহঃ) বলেন, আমাদের কাছে বর্ণনা করেছেন আমার পিতা আর তারা সকলে আব্দুল মালিক (রাহঃ) থেকে উক্ত সনদে পূর্বের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ইবনে মুবারক ও ইবনে আবু যায়দা (রাহঃ) বর্ণিত হাদীসে এইরূপ আছে যে, অতঃপর ইবনে উমর (রাযিঃ) তিলাওয়াত করেন,فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ এবং তিনি বলেন, এই বিষয়েই আয়াতটি নাযিল হয়েছে।
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَابْنُ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي كُلُّهُمْ، عَنْ عَبْدِ الْمَلِكِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَفِي حَدِيثِ ابْنِ مُبَارَكٍ وَابْنِ أَبِي زَائِدَةَ ثُمَّ تَلاَ ابْنُ عُمَرَ ( فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ) وَقَالَ فِي هَذَا نَزَلَتْ .
