আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৪৭৩
আন্তর্জাতিক নং: ৬৯৭-১
৩. বৃষ্টির দিনে ঘরে নামায আদায় করা
১৪৭৩। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া (রাহঃ) ......... নাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবনে উমর (রাযিঃ) ঠাণ্ডা ও ঝড়ের রাতে আযান দেন। পরে বলেন, ″তোমরা (নিজ নিজ) মনযিলে নামায আদায় করে নাও।″ তারপর বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-ও বৃষ্টি ঠাণ্ডার রাতে মুয়াযযিনকে নির্দেশ দিতেন যেন সে বলে দেয় যে, ″তোমরা তোমাদের অবস্থানে নামায আদায় করে নাও।″
باب الصَّلاَةِ فِي الرحَالِ فِي الْمَطَرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ فَقَالَ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ . ثُمَّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ ذَاتُ مَطَرٍ يَقُولُ " أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)