আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৪৬৯
আন্তর্জাতিক নং: ৬৯৫-১
২. মিনায় নামায কসর করা
১৪৬৯। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাযিঃ) মিনায় আমাদের নিয়ে চার রাকআত নামায আদায় করেছেন। এই কথাটি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর নিকট বলা হলে, তিনি ″ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন″ পাঠ করলেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি, আবু বকর (রাযিঃ) এর সঙ্গে মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি। উমর (রাযিঃ) এর সঙ্গেও মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছি। চার রাক’আতের স্থলে আমার ভাগ্যে যদি গ্রহণযোগ্য দু’ রাক’আতই থাকত!
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ صَلَّى بِنَا عُثْمَانُ بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ فَقِيلَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِمِنًى رَكْعَتَيْنِ فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১৪৬৯ | মুসলিম বাংলা