আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৪৫৯
আন্তর্জাতিক নং: ৬৯৩-১
- মুসাফিরের নামায - কসর নামায
১. মুসাফিরের নামায এবং তার কসর
১৪৫৯। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামিমী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মদীনা থেকে মক্কার দিকে রওয়ানা দিলাম। সেই সফরে তিনি মদীনায় ফিরে আসা পর্যন্ত দু’ রাক’আত দু’ রাক’আত করে নামায আদায় করেন। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তিনি মক্কায় কতদিন ছিলেন? তিনি বললেন, দশ দিন।
كتاب صلاة المسافرين وقصرها
باب صَلاَةِ الْمُسَافِرِينَ وَقَصْرِهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ . قُلْتُ كَمْ أَقَامَ بِمَكَّةَ قَالَ عَشْرًا .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের বর্ণনা অনুযায়ী সফর শেষে পুনরায় মদীনায় প্রবেশের পূর্ব পর্যন্ত রসূল স. কসর পড়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে, সফর শেষে পুনরায় নিজ শহরে ফিরে আসার পূর্ব পর্যন্ত কসর করতে হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১২৪)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)