আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৬- মুসাফিরের নামায - কসর নামায
হাদীস নং: ১৪৫২
আন্তর্জাতিক নং: ৬৮৯-১
১. মুসাফিরের নামায এবং তার কসর
১৪৫২। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইবনে কা’নাব (রাহঃ) ......... ঈসা ইবনে হাফস ইবনে আসিম ইবনে উমর ইবনুল খাত্তাব তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কার রাস্তায় আমি ইবনে উমরের সহচর হলাম। তিনি আমাদের যোহরের নামায দু’ রাক’আত পড়ালেন। এরপর তিনি সামনে অগ্রসর হলেন, আমরাও তাঁর সঙ্গে অগ্রসর হলাম। তারপর তিনি তাঁর মনযিলে এসে বসলেন এবং আমরাও তাঁর সঙ্গে বসলাম। এরপর যে স্থানে তিনি নামায আদায় করেছিলেন, সে স্থানের প্রতি দৃষ্টি পড়লে তিনি দেখলেন, কিছু লোক দাঁড়ানো। তিনি বললেন, তারা সেখানে কি করছে? আমি বললাম, তারা নফল নামায আদায় করছে তিনি বললেন, আমি যদি নফল আদায় করতাম তাহলে আমি আমার নামায (ফরয)-কেই পূর্ণ করতাম।
হে ভ্রাতুষ্পুত্র! আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সফরে থেকেছি। কিন্তু ইন্তিকালের পূর্ব পর্যন্ত তিনি দু’ রাক’আতের অতিরিক্ত আদায় করেননি। আমি আবু বকর (রাযিঃ) এর সঙ্গেও থেকেছি, তিনিও তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত দু’ রাক’আতের অতিরিক্ত আদায় করেননি। আমি উমর (রাযিঃ) এর সঙ্গেও ছিলাম। তিনিও ইন্তিকালের পূর্ব পর্যন্ত দু’ রাক’আতের অতিরিক্ত পড়েননি। আমি উসমান (রাযিঃ) এরও সঙ্গে ছিলাম। তিনিও ইন্তিকালের পূর্ব পর্যন্ত দু’ রাক’আতের অতিরিক্ত আদায় করেননি। আর আল্লাহ তা'আলা বলেছেন, ″নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।″
হে ভ্রাতুষ্পুত্র! আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সফরে থেকেছি। কিন্তু ইন্তিকালের পূর্ব পর্যন্ত তিনি দু’ রাক’আতের অতিরিক্ত আদায় করেননি। আমি আবু বকর (রাযিঃ) এর সঙ্গেও থেকেছি, তিনিও তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত দু’ রাক’আতের অতিরিক্ত আদায় করেননি। আমি উমর (রাযিঃ) এর সঙ্গেও ছিলাম। তিনিও ইন্তিকালের পূর্ব পর্যন্ত দু’ রাক’আতের অতিরিক্ত পড়েননি। আমি উসমান (রাযিঃ) এরও সঙ্গে ছিলাম। তিনিও ইন্তিকালের পূর্ব পর্যন্ত দু’ রাক’আতের অতিরিক্ত আদায় করেননি। আর আল্লাহ তা'আলা বলেছেন, ″নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।″
باب صَلاَةِ الْمُسَافِرِينَ وَقَصْرِهَا
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ فِي طَرِيقِ مَكَّةَ - قَالَ - فَصَلَّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ أَقْبَلَ وَأَقْبَلْنَا مَعَهُ حَتَّى جَاءَ رَحْلَهُ وَجَلَسَ وَجَلَسْنَا مَعَهُ فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ نَحْوَ حَيْثُ صَلَّى فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلاَءِ قُلْتُ يُسَبِّحُونَ . قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا لأَتْمَمْتُ صَلاَتِي يَا ابْنَ أَخِي إِنِّي صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي السَّفَرِ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ أَبَا بَكْرٍ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ عُمَرَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ صَحِبْتُ عُثْمَانَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَقَدْ قَالَ اللَّهُ ( لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ) .
