আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৯৪
৫৬৭. মহিলা, বালক-বালিকা এবং অন্য যারা জুমআয় হাযির হয় না, তাদের কি গোসল করা প্রয়োজন?
ইবনে উমর (রাযিঃ) বলেছেন, যাদের উপর নামায ওয়াজিব, শুধু তাদের গোসল করা প্রয়োজন।
ইবনে উমর (রাযিঃ) বলেছেন, যাদের উপর নামায ওয়াজিব, শুধু তাদের গোসল করা প্রয়োজন।
৮৫০। আবুল ইয়ামান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, “যে ব্যক্তি জুমআর নামাযে আসবে সে যেন গোসল করে।”
