আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১৪৩২
আন্তর্জাতিক নং: ৬৭৯-৩
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
৪৯. যখন মুসলমানের উপর কোন বিপদ আসে, তখন সকল নামাযে কুনুতে নাযিলা পাঠ মুস্তাহাব হওয়া প্রসঙ্গ
১৪৩২। ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) ......... খূফাফ ঈমা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাতে ″এ কারণে কাফিরদের লানত করা হয়″ উল্লেখ করেন নি।
كتاب المساجد ومواضع الصلاة
باب اسْتِحْبَابِ الْقُنُوتِ فِي جَمِيعِ الصَّلاَةِ إِذَا نزَلَتْ بِالْمُسْلِمِينَ نَازِلَةٌ
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ وَأَخْبَرَنِيهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَرْمَلَةَ، عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيِّ بْنِ الأَسْقَعِ، عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ، . بِمِثْلِهِ إِلاَّ أَنَّهُ لَمْ يَقُلْ فَجُعِلَتْ لَعْنَةُ الْكَفَرَةِ مِنْ أَجْلِ ذَلِكَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)