৪৯. যখন মুসলমানের উপর কোন বিপদ আসে, তখন সকল নামাযে কুনুতে নাযিলা পাঠ মুস্তাহাব হওয়া প্রসঙ্গ
১৪৩০। আবু তাহির আহমাদ ইবনে আমর ইবনে সারাহ আল মিসরী (রাহঃ) ......... খুফাফ ইবনে ঈমা আল-গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে এই দুআ পাঠ করেছেন, হে আল্লাহ! আপনি লানত করুন বনু লিহয়ান, রি’ল ও যাকওয়ানকে এবং উসায়্যাকে যারা আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করেছে। আর গিফার গোত্র, আল্লাহ তাদের ক্ষমা করুন এবং আসলাম গোত্র, আল্লাহ তাদের নিরাপত্তা দান করুন।
باب اسْتِحْبَابِ الْقُنُوتِ فِي جَمِيعِ الصَّلاَةِ إِذَا نزَلَتْ بِالْمُسْلِمِينَ نَازِلَةٌ