আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৯১
৫৬৫. জুমআর দিন ফজরের নামাযে কী পড়তে হবে?
৮৪৭। আবু নু’আইম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) জুম'আর দিন ফজরের নামাযে (কোন সময়) الم تَنْزِيلُ السَّجْدَةَ (সূরা সাজদা) এবং هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ (সূরা দাহ্র) এ দু’টি সূরা তিলাওয়াত করতেন।
