আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১৩৫৪
আন্তর্জাতিক নং: ৬৫০-৩
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
৪২. জামাআতে নামায আদায়ের ফযীলত, তা বর্জনকারীর প্রতি কঠোরতা
১৩৫৪। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইবনে নুমাইর (রাহঃ) উপরোক্ত সনদে ইবনে নুমাইর (রাহঃ) ......... তার পিতা থেকে বর্ণনা, করেন, বিশগুণেরও বেশী; এবং আবু বকর (রাযিঃ) তাঁর বর্ণনায় বলেন, সাতাশ গুণ।
كتاب المساجد ومواضع الصلاة
باب فَضْلِ صَلاَةِ الجَمَاعَةِ وَبَيَانِ التَّشْدِيدِ فِي التَّخَلُّفِ عَنْهَا
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَابْنُ، نُمَيْرٍ ح قَالَ وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي قَالاَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ . قَالَ ابْنُ نُمَيْرٍ عَنْ أَبِيهِ، " بِضْعًا وَعِشْرِينَ " . وَقَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ " سَبْعًا وَعِشْرِينَ دَرَجَةً " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)