আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১২৯৪
আন্তর্জাতিক নং: ৬২৬-২
৩৫. আসরের নামায ছুটে যাওয়া সম্পর্কে কঠোর বাণী
১২৯৪। আবু বকর ইবনে আবি শাঈবা ও আমর আন-নাকিদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। আমর বলেন, তিনি নবী (ﷺ) পর্যন্ত পৌছিয়েছেন। আবু বকর (রাহঃ) বলেন, এ হাদীসটি মারফু।
باب التَّغْلِيظِ فِي تَفْوِيتِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، . قَالَ عَمْرٌو يَبْلُغُ بِهِ . وَقَالَ أَبُو بَكْرٍ رَفَعَهُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১২৯৪ | মুসলিম বাংলা